স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর শীর্ষ মাদক ব্যবসায়ী আলিয়া ভুলু বুধবার গভীর রাতে গ্রেফতার হয়েছে।
ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির টিএসআই মতিয়ার রহমান এবং একদল পুলিশ নিয়ে গোপন সূত্রের খবর পেয়ে শহরের ফতেহ মোহাম্মদপুর এলাকা হতে তাকে আটক করে।
থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার জানান, আলিয়া ভুলু দীর্ঘ দির ধরে ঈশ্বরদীতে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাকে বহুবার আটক করা হলেও আইনের মারপ্যাচে সে জেল হতে ছাড় পেয়ে আবারো পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা শুরু করে।
আলিয়া ভুলু ঈশ্বরদী পৌরসভার ৬নং ওয়ার্ডের বিএনপি’র যুবদলের সাথে জড়িত বলে জানা গেছে।