উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ করায় হুমকির মুখে বাড়ি ছাড়া বৃদ্ধ মোস্তফা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জের একটি স্কুলের উপবৃত্তির টাকা আত্মসাতসহ নানা অনিয়মের বিচার চেয়ে অভিযোগ করায় অভিযুক্তদের হুমকির মুখে বাড়ি ছেড়ে প্রাণভয়ে বাগেরহাট শহরে আশ্রয় নিয়েছেন বৃদ্ধ মোস্তফা হাওলাদার।

bagerhat-photo-2-21-9-16
প্রাণভয়ে বাগেরহাট শহরে আশ্রয় নিয়েছেন বৃদ্ধ মোস্তফা হাওলাদার।

বুধবার মোড়েলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের মধ্য চালিতাবুনিয়া গ্রামের আ’লীগের কর্মী মোস্তফা হাওলাদার (৭৩) জানান, উপজেলার খাউলিয়া মধ্য চালিতাবুনিয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষক আ: জলিল হাওলাদার একই প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি তার পিতা মুজিবুর রহমান হাওলাদার ও নিকট আত্মীয় সহকারী শিক্ষক আ: আউয়াল খান যোগসাজশে প্রভাব খাটিয়ে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা, বিভিন্ন সময়ে অনুদানের টাকা আত্মসাত করেছেন।

এছাড়া প্রধান শিক্ষক অসুস্থ থাকার কারণে প্রায় তিন বছর ধরে স্কুলে ক্লাস নেন না। মাঝে মধ্যে স্কুলে এসে হাজিরা দিয়ে চলে যান। তার আত্মীয় সহকারী শিক্ষক আউয়াল অন্যদের দিয়ে ক্লাস করান। যে কারণে স্কুলের লেখাপড়ার মান নিম্নগামী। অভিযোগ করা হয়, একটি এনজিওর দেওয়া ৮০হাজার টাকা মূল্যের সৌরবিদুৎ রহস্যজনক চুরি দেখানো হয়েছে। ২০১৪ সালে সরকারের ফুড প্রোগ্রাম এর অংশ হিসাবে শিক্ষার্থীদের দেওয়া বিস্কুট নিয়ে পালানোর সময় এলাকাবাসী শিক্ষক আউয়ালকে হাতেনাতে ধরে ফেলে। এ ব্যাপারে সুধাংশু কমার দত্ত বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় ১১ ফেব্রুয়ারি’১৪ তারিখে একটি মামলা করেন।  এ মামলায় ওই আউয়াল মাষ্টার দীর্ঘদিন জেল হাজতে ছিলেন।

একাধিক অভিভাবক উপবৃত্তির টাকা প্রদানে অনিয়মের কথা উল্লেখ করে জানান, যাদের এক বছর হয়েছে তাদের কাছ থেকে চারশ এবং যাদের ছয় মাস হয়েছে তাদের কাছ থেকে দুইশ টাকা কেটে রেখে উপবৃত্তির টাকা দেওয়া হয়। যারা ওই স্কুলে পঞ্চম শ্রেণি শেষ করে ষষ্ঠ শ্রেণিতে অন্য স্কুলে পড়ছে তাদের এক বছরে ১২শ টাকার স্থলে ৫০০ টাকা দিয়েছে। এ ব্যাপারে কয়েকজন অভিভাবক প্রধান শিক্ষকের কাছে টাকা কম দেওয়ার কারণ জানতে চাইলে তাদের নানা প্রকার হুমকি দেওয়া হয়।
মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং সংসদ সদস্য আলহাজ্জ ডা: মোজাম্মেল হোসেনকেও এসব অভিযোগ লিখিতভাবে দেওয়া হয়। এরপর শিক্ষা অফিস থেকে সরেজমিনে তদন্তে গেলে এলাকাবাসী তথ্য প্রমানসহ স্বাক্ষ্য প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে অভিযোগকারী মো: মোস্তফা হাওলাদারকে তিন দিনের মধ্যে অভিযোগ প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার জন্য হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর মোস্তফা হাওলাদার প্রাণ ভয়ে বাগেরহাট শহরে এসে আশ্রয় নিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার বলেন, তদন্ত হয়েছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সংসদ সদস্য ডা: মোজাম্মেল হোসেন বলেন, মোস্তফা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাকে হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.