খুলনা প্রতিনিধি: নাগরিক সেবা বাড়ানোর লক্ষ্যে খুলনায় অনলাইনের মাধ্যমে মানববর্জ্য ব্যবস্থাপনা (ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাষ মঙ্গলবার সকালে নগর ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত এসএনভি নেদারল্যান্ডস এর একটি প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে কঞ্জারভেন্সি বিভাগকে ঢেলে সাজানো হচ্ছে। এর আওতায় মানববর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমও আধুনিকায়ন করা হচ্ছে। এসএনভি নেদারল্যান্ডসসহ কয়েকটি দাতা সংস্থা খুলনা সিটি কর্পোরেশনকে সহায়তা করছে উল্লেখ করে তিনি বলেন, সহযোগিতার এ ধারা অব্যাহত থাকলে খুলনা মহানগরীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর কে এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্যানেল মেয়র রুমা খাতুন। অন্যান্যের মধ্যে কেসিসি’র সচিব মো. ইকবাল হোসেন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ড. রোশন শ্রেষ্ঠা, এসএনভি নেদারল্যান্ডস এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জেসন বেলেনজার, ব্যবস্থাপনা পরিচালক মেগান রিচি, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, চিফ প্লানিং অফিসার আবির উল জব্বার, কঞ্জারভেন্সি অফিসার মোঃ আনিসুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, খুলনা বিশ্ববিদ্যালয়েল অধ্যাপক ড. আহসানুল কবীর, ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট প্রকল্পের টিম লিডার রাজীব মুনানকামী, ইঞ্জিনিয়ারিং এ্যাডভাইজার মো. শহিদুল ইসলাম, গভর্নসেন্স এ্যাডভাইজার শহিদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।