দিনাজপুর জামায়াতের সহকারী আমীরসহ ৫ জন গ্রেফতার, ৭ দিনের রিমান্ড আবেদন

রতন সিং, দিনাজপুর: দিনাজপুর জেলা জামায়াতের সহকারী আমীর আনিসুর রহমানসহ পাঁচ জনকে নাশকতা মামলায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর সদর উপজেলার রাজবাটী এলাকার জামায়াতের অর্থায়নে পরিচালিত আলফালাহ আম উন্নয়ন সংস্থার পরিচালক ও জেলা জামায়াতের সহকারী আমীর আনিসুর রহমানকে (৫০) পুলিশ নাশকতার অভিযোগে গ্রেফতার করে। তার সহযোগী হিসেবে একই এলাকার শিবির নেতা রাসেল আহমেদ (২৪), সিহাব হাসান (২৮), আব্দুল্লাহ হাবিব (৩০) ও মাইদুল হাসানকে (২৭) আটক করা হয়। আটক আনিসুর রহমান ও তার সহযোগীরা সরকার বিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে পুলিশের তদন্তে প্রকাশ পেয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার এসআই বিপ্লব কুমার জানান, গত ৯ জুলাই শহরের রামনগর এলাকায় একটি ছাত্রাবাসে পুলিশ অভিযান চালিয়ে ককটেল, জিহাদী বই ও ছাত্রশিবিরের চাঁদা আদায়ের রশিদসহ বেশ কিছু আলামতসহ আট জন শিবির নেতাকর্মীকে গ্রেফতার করে। এ সময় ওই ছাত্রাবাস থেকে আনিসুর ও তার সহযোগীরা পালিয়ে যায়।

এই মামলায় তাদের গ্রেফতার করে মঙ্গলবার বিকেলে সদর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বিচারক আগামী ২২ সেপ্টেম্বর রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে আসামিদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.