আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): মধুপুরের পাহাড়িয়া এলাকায় বজ্রপাতে আদিবাসী গারো পরিবারের পিতা ও দুই শিশুপুত্রসহ তিনজন মারা গেছে। আহত হয়েছে মা। ঘটনাটি ঘটেছে মাগন্তিনগর পচারচনা গ্রামে।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার ভোরে মাগন্তিনগর পচারচনা গ্রামের নিখিল হাজং (৪৬) তার দুই ছেলেকে নিয়ে বাড়ির পাশে টং ঘরে ঘুমিয়েছিলেন। তার স্ত্রী জনতা সিমসাং (৪০) দুই মেয়েকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন।
ভোরে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে জনতা সিমসাং তার স্বামী নিখিল হাজংকে দুই ছেলেকে সাথে নিয়ে ঘরে আসতে বলেন। ঘরে আসার পথে বারান্দার কাছে আসলে তাদের উপর বাজ পড়লে ঘটনাস্থলেই নিখিল হাজং, তার দুই ছেলে জর্জ সিমসাং (১০) ও লোটন সিমসাং (৮) মারা যায়। আহত হন জনতা সিমসাং।
জনতাকে আশংকাজনক অবস্থায় মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক।