রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): কাউখালীর সন্ধ্যা ও কচা নদীতে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
মৎস্য বিভাগ জানায়, বুধবার সকাল থেকে নদী দুটিতে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ। নদীতে মাছ ধরার সময় এবং নদীর পাড়ের বিভিন্ন স্থান থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
জব্দ কারেন্ট জাল বুধবার বিকেলে জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, সহকারী মৎস্য কর্মকর্তা ফনিভূষণ পাল ।