অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব শান্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ।
বুধবার সকাল সকালে নাচোল ডিগ্রী কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আল্লামা আকবর, প্রভাষক শফিকুল আলম।
অন্যদিকে, নেজামপুর উচ্চ বিদ্যালয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইব্রাহিম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সহকারী শিক্ষক বাদশা, খতিব উদ্দিন, গ্রীন ভ্যালী একাডেমির পরিচালক ইকবাল হোসেন প্রমুখ।
এছাড়া মুন্সি হযরত আলি উচ্চ বিদ্যালয়, বেগম মহসিন ফাজিল মাদ্রাসা, মির্জাপুর কলেজ, সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়, কারিগরি কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করে।