আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): মধুপুর উপজেলার উত্তর মহিষমারা থেকে সাদিকুল ইসলাম (৪) নামের এক শিশু অপহৃত হওয়ার ঘটনায় বুধবার মধুপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করে শিশুটিকে উদ্ধার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারীদের অবস্থান জানতে পেরে দিনাজপুরের খানসামা উপজেলার দোহসোহ গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে মধুপুর থানার এসআই আসলাম ও এসআই মোঃ আঃ খালেক। এ সময় অপহরণকারী মিজানুর রহমানের ছেলে শাহজামালসহ ৭ জনকে গ্রেফতার করে মধুপুর থানায় নিয়ে আসে।
শিশু সাদিকুল ইসলামের বাবা ছাইফুল ইসলামের মুরগীর খামারে কাজ করত অপহরণকারী শাহজামাল। সে গত ১৯ সেপ্টেম্বর সাদিকুলকে অপহরণ করে দিনাজপুর নিয়ে যায় এবং সাদিকুলের বাবার কাছে মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে মধুপুর থানায় শাহজামালকে আসামি করে মামলা করা হয়েছে।