একেএম কামাল উদ্দিন, নওগাঁ: নওগাঁর রাণীনগরে গৃহবধূ মৌসুমি আক্তারের (২০) রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার দামুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ওই গ্রামের স্বপন আলীর স্ত্রী মৌসুমির ছোট বোনের বিয়েকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বুধবার সকালে ঝগড়া হয়। এরপর বেলা সাড়ে ১১টায় জানালা দিয়ে প্রতিবেশিরা গৃহবধূ মৌসুমির ঝুলন্ত লাশ দেখতে পায়। ঘটনার পর পরিবারের গৃহকত্রী খোদেজা বিবি ছাড়া সবাই পলাতক রয়েছে।
এ ব্যাপারে গৃহবধূর শ্বাশুড়ি খোদেজা বিবি সাংবাদিকদের জানান, মৌসুমির ছোট বোনের বিয়ে বৃহস্পতিবার। সেখানে বিয়ে খাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে একটু কথা কাটা-কাটি হয়েছে। সকালে সবাই একসাথে খাবার খেয়ে কাজে চলে গেলে সে তার নয় মাস বয়সি কন্যা সন্তানকে ঘুমানোর জন্য ঘড়ে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পরে ওড়না ফ্যানের সাথে পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশিরা এসে দরজা ভেঙ্গে লাশ নামায়।
মৌসুমির মামা জামাল হোসেন জানান, ছোট ভাগনির বিয়ে খেতে সকালে উপজেলার ছাতার দিঘী গ্রামে আসার কথা ছিল। মৃত্যুর প্রায় ১০/১৫ মিনিট আগেও আমার সাথে ফোনে কথা হয়েছে। এর কিছু পর তার মৃত্যুর সংবাদ আসে। ছোট ভাগনির বিয়ে খাওয়া নিয়ে কলহে তাকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ পোষণ করছেন।
এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মৌসুমির বাবাসহ অন্যান্য আত্মীয়রা থানায় এসেছেন। তারা গৃহবধূকে হত্যা করা হয়েছে মর্মে সন্দেহ করছেন। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বুধবার বিকেল পৌনে ৬টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি।