হাকিম বাবুল, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে অস্ত্র ঠেকিয়ে এক গরু ব্যবসায়ীর ২ লাখ ৮৩ হাজার টাকা লুটে নিয়েছে ছিনতাইকারীরা।
ছিনতাইকারীদের হামলায় নূর ইসলাম নামে ওই গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের চক্রপুর গ্রামের পাকা রাস্তায় ঝোরার ব্রিজের উপর মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নূর ইসলাম বাদী হয়ে বুধবার শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে চক্রপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে নাঈম ইসলাম ওরফে সাজু, আব্দুল হামিদের ছেলে শরিফ ও সাজু মিয়ার ছেলে মানিকসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীবরদীর বকচর কন্টিপাড়া গ্রামের গরু ব্যবসায়ী নূর ইসলাম (৩৮) ও ভায়াডাঙ্গা গ্রামের নুর জামান (৪৫) মঙ্গলবার কুড়িগ্রাম জেলার রাজিবপুর হাটে গরু কিনতে যান। কিন্তু হাটে সুবিধামতো গরু না পেয়ে মাত্র একটি গরু কিনে সিংগাবরুনা এলাকার অন্য গরু ব্যবসায়ীদের সাথে ভটভটিযোগে এসে ঝোরার ব্রিজের উপর গরু নামান। এসময় অন্যান্য ব্যবসায়ীরা গরু নিয়ে নিজ নিজ বাড়িতে চলে যায়। নুর ইসলাম ও নুর জামান গরু নিয়ে রওনা দিলে সংঘবদ্ধ ছিনতাইকারীরা অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে তাদের মারপিট করে নুর ইসলামের কাছে থাকা ২ লাখ ৮৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যায়। তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এসময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে নূর ইসলাম আহত হন। পরে স্থানীয়রা তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।