জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: নেশাগ্রস্ত ছেলে বাবা-মাকে নির্যাতন করায় ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডুতে ছেলে বিল্লাল হোসেনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। বুধবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়ীয়া গ্রামে এ আদালত পরিচালিত হয়।
আদালত সুত্রে জানা যায়, চটকাবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তার ও তার স্ত্রী সবুরা খাতুনকে শারিরীকভাবে নির্যাতন করতো তার নেশাগ্রস্ত ছেলে বিল্লাল হোসেন।
এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে দণ্ডবিধি ৩৫২ ও ৩৫৮ ধারা মোতাবেক তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদাণ করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন।