রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোট কেন্দ্রে অগ্নিসংযোগসহ তিনটি নাশকতা মামলার পলাতক আসামি বিএনপি নেতা অধ্যক্ষ মোঃ রেজাউল করিমকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া বিভিন্ন মামলার ৭১ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
দিনাজপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে চিরিরবন্দর থানা পুলিশ আমতলী বাজারে অভিযান চালিয়ে চিরিরবন্দর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও আমতলী কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিমকে গ্রেফতার করেছে। চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আনিছুর রহমান জানান, তার বিরুদ্ধে ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগসহ নাশকতার তিনটি মামলা রয়েছে। পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন মামলার পলাতক ৭১ আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে সদর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে আটক আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়।