বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে কে আর কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের পুতে রাখা বোমা হামলায় নিহতদের স্মরণে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সমাবেশ, শোক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকেলে বাগেরহাট জেলা আ’লীগের উদ্যোগে বিশাল মিছিল শেষে রেলরোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে, এদিন সকালে মোল্লাহাট উপজেলা আ’লীগের উদ্যোগে শোক র্যালি ও মানববন্ধন শেষে আবুল খায়ের সেতুর দক্ষিণ প্রান্তে খুলনা-মাওয়া মহাসড়কের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সভায় বক্তব্য দেন ডা: মোজাস্মেল হোসেন এমপি, এ্যাড: মীর শওকাত আলী বাদশা এমপি, হেপী বড়াল এমপি, জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান, মেয়র খান হাবিবুর রহান, নকিব নজিবুল হক নজু, বাকী তালুকদার, সরদার নাসির উদ্দিন, কালিপদ বিশ্বাস, মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা, মোতাহের হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধ আবুল বাশার মোল্লা, মুক্তিযোদ্ধা মশিউর রহমান মিয়া, সেলিম রেজা, উক্ত নৃশংস বোমা হামলায় আহত আ’লীগ নেতা-এনায়েত শেখ প্রমুখ।
ওই ভয়াবহ হামলায় অল্পের জন্য বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন প্রাণে বেঁচে গেলেও ১১ জন নিহত হন এবং প্রায় অর্ধশত ব্যক্তি আহত হন।