হাকিম বাবুল, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর গ্রামে গৃহবধূ আছিয়া খাতুনের (২৮) রহস্যজনক মৃত্যু হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় গুঞ্জন চলছে। তবে গৃহবধূর বাবা আশরাফ আলী ওই গৃহবধূর স্বামী মনিরুল ইসলাম ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক একেএম ফসিহুর রহমান জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে স্থানীয় সূত্রে সংবাদ পেয়ে কোন্নগর গ্রামের স্বামীর বাড়ি থেকে গৃহবধূ আছিয়া বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা বলা যাবে না। তবে লাশের গলায় রশি পেঁচানোর দাগ রয়েছে। লাশ উদ্ধারের সময় লাশের পাশে কোন রশি না পাওয়া গেলেও একটি ওড়না পাওয়া গেছে। আমরা গৃহবধূর বাবার অভিযোগ নিয়েছি। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি।