জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ: নাশকতার মামলায় ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন জামায়াতের রোকন তোতা মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। তোতা মিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার এস আই শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে হরিপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় তোতা মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।