ঝিনাইদহে হামদহ বাইপাস থেকে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের হামদহ বাইপাস এলাকা থেকে শুক্রবার সকালে ৭০ পিছ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো-সদর উপজেলার বিষয়খালী এলাকার আনোয়ার আলীর ছেলে মিঠুন (২৬), পাগলাকানাই এলাকার সাইদুর রহমানের ছেলে সুমন (২৫) ও চাকলাপাড়ার শরিফুল ইসলামের ছেলে বকুল (২৫)।

এস আই শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের হামদহ বাইপাস এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক কেনা-বেচা করছে। অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় পরে তাদের দেহ তল্লাসী করে ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.