ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: প্রজন্ম বাংলাদেশ সামাজিক শিক্ষা কার্যক্রম সংগঠন বনফুল-এর আয়োজনে গুচ্ছ গ্রামবাসীদের শিশুদের নিয়ে ঈদ উৎসব পালিত হয়েছে। শুক্রবার পাকশীতে জোড়া সাঁকোর পাদদেশে দাশুড়িয়ার নওদাপাড়া গুচ্ছগ্রামের শিশুরা এই উৎসবে যোগ দেয়। এ সময় শিশুদের মানসিক বিকাশ ও মনোরঞ্জনের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন এবং পুরস্কার বিতরণ করা হয়।
বনফুলের পরিচালক সবুজ দেওয়ানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু এবং বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও স্ব-কাল বাংলা পত্রিকার সম্পাদক মিশুক প্রধান।
এ সময় বনফুলের সংগঠক সরদার রেজা, মিলন চৌধুরী, মাসুদ রানা মামুন, রনি আহমেদ সফুরা বেগম উপস্থিত ছিলেন।