রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে খালে ডুবে নিখোঁজ হওয়া শিশু অধরাকে (৭) একদিন পর কচুয়াকাঠী খাল হতে উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে স্থানীয়রা শিশুটির লাশ উদ্ধার করে। কাউখালী উপজেলার উজিয়াল খানের পাল বাড়ি থেকে শনিবার দুপুরে শিশু অধরা পার্শ্ববর্তী খালে পড়ে জোয়ারের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়। বাগেরহাটের মির্জাপুর গ্রামের দেবাশিষ পালের মেয়ে অধরা কাউখালীতে নানা সুধীর পালের বাড়িতে বেড়াতে এসেছিল।
নিখোঁজ শিশুটির পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাড়ে ১০টার দিকে শিশু অধরা বসতবাড়ির সামনে খালের ঘাটে গিয়ে খালে পড়ে যায়। খালের জোয়ারের প্রবল স্রোতে শিশুটি ভেসে যায়। পরে সন্ধান চালিয়েও শিশুটিকে পাওয়া যায়নি। এলাকায় মাইকিং করে এলাকাবাসি সন্ধানের চেষ্টা চালিয়ে আসছিল। শনিবার সকালে কচুয়াকাঠী খালের সাহা বাড়ির সামনে শিশুটির লাশ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়া হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে খাল থেকে শিশুটির ভাসমান লাশ পাওয়া যায়। পরে নিহত শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কাউখালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।