শেরপুর প্রতিনিধি: শেরপুরে সামাজিক অপক্ষয় রোধ ও নেতৃত্ব বিকাশে ‘নৈতিকতা ও মূল্যবোধ’ বিষয়ক এক যুব সেমিনার রোববার অনুষ্ঠিত হয়েছে। শহরের মডেল গার্লস কলেজ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন শেরপুর এডিপি’র সহায়তায় নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ শেরপুর’ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বক্তারা বলেন, নৈতিকতা ও মূল্যবোধের অভাবে সামাজিক অবক্ষয় বাড়ছে। বাড়ছে দুর্নীতি, মিথ্যা বলার প্রবণতা, মাদকের ভয়াবহতা। এমনকি দেশে জঙ্গিবাদের মতো ভয়াবহ সন্ত্রাসী কর্মকা-ে জড়িয়ে পড়ছে তরুণ-যুবরা। এজন্য কেবল মুখস্ত বিদ্যার নীতিকথা বললেই হবেনা, সেগুলো হৃদয়ে লালন ও বাস্তবজীবনে চর্চা করতে হবে। সবাইকে নিজের পরিবারের সদস্য মনে করতে হবে এবং সেভাবেই আচরণ করতে হবে।
বক্তারা আরও বলেন, সকল ধর্মই মানুষ হত্যাকে পাপ বলে মনে করে। কিন্তু তারপরও ধর্মের নামে মানুষ হত্যার ঘটনা আজও ঘটে চলেছে। এর বড় কারণ নৈতিকতা ও মূল্যবোধের অভাব। যার কারণে ধর্মের প্রকৃত শিক্ষার পরিবর্তে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে। এ অবস্থার উন্নয়ন ঘটাতে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। মানুষকে মানুষ হিসেবে ভাবতে হবে। কেবল মানুষ নয়, সকল জীবের প্রতি ভালোবাসা থাকতে হবে। কথায় বলে জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বরে।
নবারুণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ পাঠ করেন এডিপি’র শিক্ষা সমন্বয়কারী সুজিত বনোয়ারি। এতে অন্যান্যের মাঝে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, অধ্যাপক শিব শংকর কারুয়া, পাস্টার রাসেল অধিকারি, কবি তালাত মাহমুদ, সোলায়মান আহমেদ, সাংবাদিক সঞ্জিব চন্দ বিল্টু, উদীচী সভাপতি তপন সারোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।
সাংবাদিক হাকিম বাবুলের সঞ্চালনায় সেমিনারে মডেল কলেজের শিক্ষার্থী, চাইল্ড ফোরাম ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের যুব নেতারা ছাড়াও বিভিন্ন কলেজের দুই শতধিক শিক্ষার্থী ও যুবনেতা অংশগ্রহণ করেন।