রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা কার্যালয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জেপির সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন সিকদার, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শিয়ালকাঠী ইউপির সাবেক চেয়ারম্যান জাফর আলী খান, অধ্যক্ষ আব্দুস সামাদ, জেপি নেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, প্রভাষক হারুন আর-রশীদ, যুব সংহতির আসাদুজ্জামান মিল্টন, মঞ্জুরুল মাহফুজ পায়েল, শেখ লিটন, জিয়াউল হাসান জুয়েল, কৃষক পার্টিও সভাপতি হারুণ আর রশীদ, সাধারণ সম্পাদক আবুল বাশার, সয়না রঘুনাথপুর ইউনিয়ন জেপির সভাপতি আব্দুল কুদ্দুস খান, শিয়ালকাঠী জেপির সভাপতি হেমায়েত উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, চিড়াপাড়ার রেজা তালুকদার, মহিলা পার্টির সভানেত্রী সাহিদা জেসমিন, সাধারণ সম্পাদিকা ইউপি সদস্য আকতারুন নাহার রেবা, জাতীয় মৎস্য পার্টির সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমুখ।
এ সময় জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।