জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: হঠাৎ করেই ঝিনাইদহে পেঁয়াজের বাজার পড়ে গেছে। আকস্মিক এই দর পতনে ব্যবসায়ী ও চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। মঙ্গলবার জেলার বৃহৎ পেঁয়াজের বাজার শৈলকুপায় পেঁয়াজের দাম অর্ধেকে নেমে এসেছে। আর এতে চরম ক্ষতির মুখে পড়েছে চাষীসহ ব্যবসায়ীগণ।
শৈলকুপা, গাড়াগঞ্জ, ভাটই, বাজার ঘুরে দেখা গেছে যেখানে মৌসুমে এক হাজার থেকে পনের’শ টাকা মন দরে পেঁয়াজ বিক্রি হয় সেখানে মঙ্গলবার ৫০০ থেকে ৭০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। কৃষক সোহেল আহমেদ জানান, ভরা মৌসুমে পেঁয়াজ বিক্রি না করে তিনি রেখে দেন। এখন সেই পেঁয়াজ ৫০০ টাকা মন দরে বিক্রি করতে হচ্ছে।
ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল হাকিম জানান, এ মৌসুমে তিনি ৭৫০ মন পেঁয়াজ কিনেছিলেন। কিন্তু মন প্রতি গড়ে ৭৫ শতাংশ ব্যবসায় ক্ষতি হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ ভারত থেকে পেঁয়াজ আসায় এ ক্ষতি দেখা দিয়েছে। তবে কৃষি বিষয়ক কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু জানান, শৈলকুপায় এ বছরে ৬ হাজার ১৩৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে ৬১৫ হেক্টর বেশি এবং ভাল ফলন হওয়ায় বর্তমানে চাহিদার চেয়ে বাজারে যোগান বেশি হয়েছে। তিনি এই দাম পড়ে যাওয়ার পেছনে ভারতীয় পেঁয়াজকে দায়ী করছেন না।