নওগাঁ প্রতিনিধি: “সমবায় করুন, দেশ গড়ুন” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাই সমবায় কার্যালয়ে দক্ষ সমবায়ী ও সমবায় সমিতি গঠনের লক্ষে ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট এই প্রশিক্ষণের আয়োজন করে।

উপজেলা সমবায় অফিসার এসএম নিজাম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা সমবায় অফিসার আতোয়ার রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ ইউনাটেড জার্নালিস্ট এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক একেএম কামাল উদ্দিন টগর, সাংবাদিক কাজী রহমান, সমাজ সেবক শাহজান আলী খান, কেএম বাবু, সামছুদ্দীন আহম্মেদ, নওগাঁ জেলা সমবায় সমিতি লিঃ এর ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্সেও পরিচালক দেওয়ান ফারুকুজ্জামান, প্রস্তাবিত ছোঁয়ার আলো কৃষিভিত্তিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও সমাজ সেবক এম এ রতন, উপকারভোগী মিনা আকতার, মুঞ্জুয়ারা বেগম, বুলি বেগম, আব্দুস শুকুর, জুয়েল, সিরাজ প্রামানিক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন আত্রাই উপজেলা সহকারী সমবায় অফিসার জুলহাস উদ্দিন বিশ্বাস।
প্রশিক্ষণ শেষে প্রস্তাবিত ছোঁয়ার আলো কৃষিভিত্তিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে সমিতির দরিদ্র নারী ও পুরুষ সদস্যদের মধ্যে ২০জন নারী ও ১৫ জন পুরুষকে ছাগল, ১০০টি ফলজ এবং বনোজ গাছ বিতরণ করা হয়।