রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার সয়না-রঘুনাথপুর, চিরাপাড়া-পারসাতুরিয়া ও শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের ২৭ জন নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের আনুষ্ঠানিক শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা।
ইউএনও লাবনী চাকমার সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান চৌধুরী ফাতেমা ইয়াসমিন পপি, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইউসুফ হারুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু, নবনির্বাচিত সংরক্ষিত ইউপি সদস্য রোকসনা বিনু, ইউপি সদস্য বেলায়েত হোসেন প্রমুখ।এ সময় বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।