ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মাহমুদ হাসান টিপুসহ ঝিনাইদহ জেলায় কর্মরত ১৪জন সাংবাদিক আওয়ামী লীগে যোগদান করেছেন।
বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, ঝিনাইদহ পৌর মেয়র ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠনিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্তি উপলক্ষে শহরের পায়রা চত্বরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভার মঞ্চে এই যোগদান অনুষ্ঠান হয়।
যোগদানকৃত সাংবাদিকবৃন্দরা হলেন, জাহিদুর রহমান তারিক, কাজী আলী আহম্মেদ লিকু, জাফর আহমেদ রাজু, শাহীন আক্তার পলাশ, মিরাজ জামান রাজ, ওয়ালিউল্লাহ আলী, আব্দুল জব্বার, উৎপল কুমার, এস এম, আবিদ হাসান, নাসির মল্লিক, সাহেদ সুলতান সেতু ও আব্দুল হাকিম প্রমুখ।
অনুষ্ঠানে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান হবুও যোগদান করেন। তবে সাংবাদিকদের পরিচয়ে আওয়ামী লীগে যোগদান করায় পেশাজীবী সাংবাদিকদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।