খুলনা প্রতিনিধি: শিল্পায়ন ও অবকাঠামোগত দুর্যোগ থেকে সুন্দরবন রক্ষার শপথে শেষ হলো বাদাবন সপ্তাহ। উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সুন্দরবন বিষয়ক জারিগান পরিবেশন করেন বাগেরহাটের লোকশিল্পী বাবুল আখতার ও তাঁর দল। এছাড়া নাটক ‘বাদাবন’ পরিবেশন করে টীম থিয়েটার।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবনের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে নানাভাবে। চোরা শিকারী, কাঠ পাচার, বিষ প্রয়োগ ইত্যাদি স্থানীয় সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে অপরিকল্পিত শিল্পায়ন ও অবকাঠামো নির্মাণ। রামপাল ও ওরিয়ন বিদ্যুৎকেন্দ্র ছাড়াও সুন্দরবন সংলগ্ন এলাকায় মোংলা বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠছে দূষণকারী শিল্প-কারখানা। এছাড়া পশুর ও শিবসা চ্যানেল ব্যবহার করার কারণে সুন্দরবনের প্রাণবৈচিত্র্য হুমকির মুখে পড়বে। বক্তারা সুন্দরবন-সংলগ্ন এলাকায় অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক মানদ- কঠোরভাবে অনুসরণের দাবি জানান।
সমাপনী অনুষ্ঠানে ১০ জন বাংলাদেশি ও ৫ জন বিদেশি আলোকচিত্রীকে সম্মাননা দেয়া ছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পরিবেশ অর্থনীতিবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ম. জাভেদ ইকবাল ও খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লিন-এর প্রধান নির্বাহী হাসান মেহেদী। সম্মাননাপ্রাপ্ত আলোকচিত্রীগণ হলেন দেবব্রত রায়, ডিএম রেজা সোহাগ, গৌরাঙ্গ নন্দী, হাসান মেহেদী, হেদায়েত হোসেন, জো অ্যাথিয়ালি, জ্যোতিরিন্দ্রনারায়ণ লাহিড়ী, মোহাম্মদ আব্দুল বাতেন, এম ইউসুফ আলী, মামুন রেজা, মার্টিন এ. কিলি, মাসুদুর রহমান, রকিবউদ্দীন খান পান্নু, শুভদীপ অধিকারী ও সিদ্ধার্থ গোস্বামী।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার ইউনিটি’র শেখ আব্দুল হালিম, সুশীলনের সচ্চিনান্দ বিশ্বাস সতু, অপরাজেয় বাংলাদেশ-এর নাদিম-উল-আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের মোহসিনা আক্তার, তুলিপ সরকার, টীম থিয়েটারের খায়রুজ্জামান খোকন, আমানত হোসেন, বিজয় কৃষ্ণ হালদার, ওয়াইল্ড টীম-এর ইশরাত, ইউসেপ-এর সৈয়দা মেহেরুন নাহার, নিজেরা করি’র সাহাদুল ইসলাম, দীপক বকসী, উপকূলীয় উন্নয়ন সহযোগী (সিডিপি)’র ইকবাল হোসেন বিপ্লব, নিসর্গী নাজমুল হুদা, খুলনা ফটোগ্রাফিক সোসাইটি’র নূরুল হক লাবলু, একুশের আলোর এনামুল হাসান সাগর, সালেহ উদ্দীন, সাব্বির আহমেদ, জিয়াউর রহমান, ফেরদৌসী হীরা, ক্লিন-এর নাসিম রহমান কিরন, সূবর্ণা ইসলাম দিশা প্রমুখ।