জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): মোংলা ও রামপালের দরিদ্র পরিবারের মাঝে নগদ টাকা, সেলাই মেশিন ও গাভী বিতরণ করেছে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন। শুক্রবার সকালে রামপালের মল্লিকের বেড়ে ৯ম শ্রেণিতে পড়ুয়া দরিদ্র মেধাবী শিক্ষার্থী পপি আক্তারকে একটি গাভী, নগদ সাড়ে ৫ হাজার টাকা ও একটি শেলাই মেশিন দেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান আলহাজ্ব লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। এর দু’মাস আগে পপির হার্ট অপারেশনের সমুদয় খরচ দিয়েছেন তিনি।
এছাড়া তিনি মোংলার মাদ্রাসা রোডের স্বামী-সন্তানহীন বৃদ্ধা লালবড়–কে নগদ টাকা প্রদাণসহ তার আমরণ ভরণ-পোষণের দায়িত্বও নিয়েছেন। রামপালের মল্লিকের বেড় ও মোংলার মাদ্রাসা রোড এবং চাদপাই গ্রামের কয়েকটি দরিদ্র পরিবারের মাঝে এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রদাণ করেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান।
তার নিজ প্রতিষ্ঠানে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মোংলার চাদপাই গ্রামের মোহর আলীর রুহের মাগফিরত কামনায় ড.শেখ ফরিদুল ইসলাম শুক্রবার জুম্মার নামাজের পর মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর সরদার, বিএনপি নেতা শেখ রুস্তম আলী, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও মো: কাশেমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোংলা ও রামপালের অসহায়-সম্বলহীন মানুষের চিকিৎসা, শিক্ষাসহ জীবনে বেঁচে থাকার ঠাঁই করে দিতে কাজ করছে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন।