রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চালের কার্ড বিতরণের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করেছে কমিউনিষ্ট পার্টি।
রোববার সকাল ১১টায় কমিউনিষ্ট পার্টির উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজির চাল বিতরণের দাবিতে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের কার্যালয় ঘেরাও করা হয়। উপজেলার ৬টি ইউনিয়নের কয়েক’শ হতদরিদ্র মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে পরিষদ প্রাঙ্গণে অবস্থান নেয়।
ঘেরাওকালে উপজেলা সিপিবির সম্পাদক আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সভাপতি এ্যাড. মেহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল, এস.এম. নুরুজ্জামান, অধ্যাঃ গোলাম কিবরিয়া, অধ্যাঃ শওকত আলী, এ্যাড. রেয়াজুল ইসলাম রাজু, দয়রাম রায়, ইকবাল হাসান সিদ্দিকী, এস এম চন্দন ও ছাত্রনেতা অমৃত কুমার রায়।
বক্তারা বলেন, অবিলম্বে দুর্নীতি অনিয়মের তালিকা বাতিল করে প্রকৃত হতদরিদ্র মানুষদের তালিকাভুক্ত করে চাল দিতে হবে। গরিব মানুষের চাল নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান বলেন, দরিদ্র মানুষের তালিকার ব্যাপারে প্রশাসন অত্যন্ত যতœবান ও সজাগ। যদি তালিকায় কোন স্বচ্ছল ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয় তবে তা অবশ্যই বাদ দেওয়া হবে। বিক্ষোভকারীরা আলোকঝাড়ী ইউনিয়নের ৩/৪ জন স্বচ্ছল ব্যক্তির নামের তালিকা দিলে তাৎক্ষণিকভাবে সেখানে হতদরিদ্র মানুষের নাম অন্তর্ভুক্ত করা হয়।
ইউএনও সিপিবি নেতৃবৃন্দকে ইউনিয়নে ইউনিয়নে গিয়ে তালিকা যাচাই-বাছাইয়ের আহ্বান জানান।