বিদ্যুৎ চাই কিন্তু সুন্দরবন ধ্বংস করে নয়: খুলনায় মির্জা ফখরুল

খুলনা প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। আজ দেশের অস্তিত্ব নিয়ে টান পড়েছে। জনগণের প্রতিনিধিত্বশীল সরকার না থাকায় সুন্দরবন বিনাসী রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মতো প্রকল্প হাতে নিয়েছে। কেননা এ সকরার জনগণের নয়, তাই জনগণের পক্ষে এরা কাজ করবে না। সুন্দরবনের কোন বিকল্প নেই দাবি করে তিনি প্রশ্ন রেখেছেন, পরিবেশ-প্রতিবেশ ও জীবন-জীবিকা ধ্বংসকারী এই প্রকল্পটি কেন বনের সন্নিকটে রামপালেই করতে হবে? তিনি আরও বলেন, জনগণের স্বার্থের রাজনৈতিক দল বিএনপি এ সংগ্রামে আপনাদের পাশে রয়েছে।

????????????????????????????????????
দক্ষিণাঞ্চলের উন্নয়ন ভাবনা ও সুন্দরবন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার সচেতনভাবেই মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের চেতনা ধ্বংস করে চলেছে। গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে। সুন্দরবন সম্পর্কে তিনি বলেন, আমরা বিদ্যুৎ চাই কিন্তু সুন্দরবন ধ্বংস করে নয়। তিনি ইউনেস্কোর মতামত উল্লেখ করে বলেন, রামপাল প্রকল্প সুন্দরবনকে ধবংস করবে।

শনিবার খুলনার হোটেল টাইগার গার্ডেনের এসকেএস মিলনায়তনে অনুষ্ঠিত ‘দক্ষিণাঞ্চলের উন্নয়ন ভাবনা ও সুন্দরবন’ শীর্ষক এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদীপন্থী শিক্ষকদের সংগঠন ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) এ সেমিনারের আয়োজন করে। বেলা ১১ টায় সেমিনার শুরু হয়ে প্রায় দেড়টা পর্যন্ত চলে।

ন্যাশনালিস্ট টিচার্স এ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ খসরুল আলমের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

আলোচনায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী, আইইবির সাবেক সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. এ বি এম ওবায়েদুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, পাওয়ার প্লান্ট বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার শেখ মোঃ জাকির হোসেন, সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম, সাংবাদিক নেতা শেখ দিদারুল আলম, খুলনা বারের সাবেক সভাপতি এ্যাড. গাজী আব্দুল বারী, বিএমএ খুলনার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ সেখ মোঃ আখতার-উজ-জামান। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. শামিম মাহবুবুল হক ও ফরেস্ট্রি এ- উড টেকনোলজি  ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. নাজমুস সাদাত।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদকদ্বয় অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুন্ডু, কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সাবেক এমপি কাজী আলাউদ্দিন, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সাবেরুল হক সাবু, বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবুসহ যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, ২০ দলীয় জোটের খুলনা মহানগর ও জেলা নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, সাংবাদিক, পরিবেশবিদ, উন্নয়নকর্মী, রাজনৈতিক নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.