শেরপুর প্রতিনিধি: ‘আঠারোয় জয়ধ্বনি’-শ্লোগানে শেরপুরে ১৮ বছরে চ্যানেল আই আনন্দ উৎসবের কেক কাটলেন ক্ষুদে ক্রিকেটাররা। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ১ অক্টোবর শনিবার বিকেলে কেক কাটা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এর আগে স্টেডিয়াম মাঠ শেরপুর স্পোর্টস একাডেমি ও শেরপুর ক্রিকেট কোচিং সেন্টারের অনুর্ধ্ব-১২ থেকে ১৮ বছর বয়সি ক্ষুদে ক্রিকেটারদের মধ্যে এক প্রীতি টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, ডিএসএ কোষাধ্যক্ষ মো. খোরশেদ আলম, নির্বাহী সদস্য সৈয়দ বদরুল হক রিজভী, ফুটবল রেফারি মুজিবুর রহমান, ডিএসএ সচিব মো. জিন্নত আলী, বিসিবি’র ক্রিকেট কোচ রাফিউল ইসলাম রুমেল, একাডেমির কোচ মোতাহারুল ইসলাম শিপন, সনিক প্রমুখ।
চ্যানেল আই’র শেরপুর প্রতিনিধি হাকিম বাবুল আনন্দ আয়োজনে শরিক হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আজকের ক্ষুদে ক্রিকেটাররাই আগামী দিনে ভালো খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের মর্যাদাকে বিশ্বের দরবারে সমুন্নত রাখবে। তাদেরকে উৎসাহ যোগাতে চ্যানেল আই’র এবারের জন্মদিনের আনন্দ উৎসব এসব ক্ষুদে ক্রিকেটারদের সাথে উদযাপন করা হয়েছে।