অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেকার যুবক ও যুব নারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে নাচোল উপজেলায় এ্যাপ্রেনটিচশীপ (শিক্ষানবিশি) ও কর্মসংস্থান বিষয়ক প্রোগ্রাম চালুর লক্ষ্যে আদিবাসী যুবক-যুব নারী এবং কর্মক্ষেত্রে প্রধানগণের জন্য ৫ মাসব্যাপি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এটুআই’র ন্যাশনাল কনসালটেন্ট (টিভিইটি) ফিরোজ আলী মোল্লা। এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন আদিবাসী একাডেমির সভাপতি যতিন হেমরম, আদিবাসী নেত্রী রঞ্জনা রানী ফুন্সি।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ও ৪০জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।