জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি বৈদ্যুতিক পাখা (সিলিং ফ্যান) অনুদান হিসেবে দিয়েছেন সাবেক পৌর চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুস সালাম। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মাহাবুবুল আলমের কাছে অনুদানের পাখাগুলো তুলে দেন শেখ আব্দুস সালাম।
এ সময় হাসপাতালের চিকিৎসক ডা: মো: শাহিন, ডা: সুদীপ বালা, ডা: বিকাশ চন্দ্র মন্ডল, ডা: নিপা রাণী ঘোষ ও মেডিসিন টেকনোলজিস্ট (ল্যাব) অনিমেষ সাহা উপস্থিত ছিলেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবার উদ্দেশ্যেই সমাজ সেবক শেখ আব্দুস সালাম এ অনুদান দিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
দীর্ঘদিন ধরে পাখা সংকটে হাসপাতালে রোগীরা গরমে কষ্ট পেয়ে আসছিল। অনুদানের এ পাখা লাগানোর ফলে রোগীরা গরমের কষ্ট থেকে রেহাই পাবে।
শেখ আব্দুস সালাম শিক্ষা ও চিকিৎসা সেবাসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজনকে নানাভাবে আর্থিক সাহায্য সহযোগিতা এবং অনুদান দিয়ে মানবতার সেবা কাজ করে আসছেন। শুধু পাখাই নয়, হাসপাতালে জন্য অন্যকোন কিছুর প্রয়োজন কর্তৃপক্ষ তাকে জানালে তিনি তা অনুদান হিসেবে দিতে আগ্রহী বলে জানিয়েছেন সাবেক এই পৌর চেয়ারম্যান। তিনি মোংলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনে অনুদান দিয়ে অবদান রেখেছেন।