রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): উপকূলীয় এলাকায় জলবায়ুর প্রভাবে বন্যা ও জলোচ্ছ্বাসের কবল থেকে রক্ষার জন্য রবিবার কাউখালী চিরাপাড়া ঢাল চরের সাড়ে আট কিলোমিটার বেড়ীবাঁধে গাছের চারা রোপণ করা হয়েছে।
সামাজিক বনায়নের অংশ হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক খায়রুল আলম শেখ।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খায়রুল আলম শেখ। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা, প্রকল্প সভাপতি আক্তারুজ্জামান চানু, আবুল কালাম খান মাওদুদ প্রমুখ।