জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): মোংলায় ভোক্তা অধিকার আইনে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান সোমবার দুপুরে শহরের শেখ আব্দুস হাই সড়কের দুইটি ঘোষ ডেয়ারি ও একটি খাবারের দোকানে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বেচা-কেনার দায়ে এ তিন প্রতিষ্ঠানকে এক হাজার করে মোট তিন হাজার টাকা নগদ জরিমানা করেন।
দুপুরে অভিযান শুরুর সাথে সাথে দ্রুত বন্ধ হয়ে যায় শহরের বেশির ভাগ দোকানপাট। বিশেষ করে ওষুধের দোকানগুলো ছিল চোখে পড়ার মত। শহরের শেখ আব্দুস হাই সড়ক, চৌধুরীরর মোড়, বিএলএস রোড, মাদ্রাসা রোডসহ বিভিন্ন স্থানে থাকা ওষুধের শতভাগ দোকানপাটই দুপুর থেকে বিকেল পর্যন্ত কয়েক ঘন্টা বন্ধ ছিল।
দোকান মালিকেরা অভিযানের খবর পেয়ে দোকানে তালা দিয়ে সরে পড়ে। সারা শহরের কোথাও একটি ওষুধের দোকানও খোলা ছিল না। এতে কয়েক ঘন্টার জন্য চরম দুর্ভোগে পড়ে রোগী সাধারণ ও তার পরিবারের লোকজন। বৈধ কাগজপত্র না থাকায় ওষুুধ দোকানীরা অভিযানের নাম শুনলেই দোকান বন্ধ করে দেয়। পরে অভিযান শেষ হলে খুলতে শুরু করে।
এ সময় নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পথচারী বলেন, কাগজপত্র ছাড়া অবৈধভাবে ওষুধ দোকানদাররা ব্যবসা করে আর আমাদের ওষুধ নেওয়ার জন্য ভোগান্তিতে পড়তে হয়।
তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, হঠাৎ হঠাৎ একেক দিন একেক ওষুধের দোকানে অভিযান চালানো উচিত যাতে দোকানদাররা বুঝে উঠতে না পারে। শুধু ওষুধের দোকানই নয় শহরের মাদ্রাসা রোডের জামালের হোটেলসহ ওই সড়কের বেশির ভাগ দোকানই বন্ধ করে তালা লাগিয়ে দেয় মালিকেরা।
বৈধ কাগজপত্র ও খাবারের মেয়াদ না থাকাসহ নানা অভিযোগে অুভিযুক্ত এখানকার দোকানদাররা বিভিন্ন সময়ে একাধিক বার করে জরিমানা দিলেও তারা সংশোধন না হয়ে অভিযান হলেই দোকানপাট বন্ধ রেখে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলছে। ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করায় ক্রেতা সাধারণ প্রশাসনকে সাধুবাদ জানিয়ে প্রতিনিয়ত এ অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
কেউ কেউ আবার অভিযান থেকে নিজেকে রক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক করতে শুরু করেছে। কয়েকজন দোকানদারকে দেখা গেছে ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তবে পর্যায়েক্রমে সকল ধরনের দোকানপাট ও প্রতিষ্ঠানে এ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো: আবু সুফিয়ান।