একেএম কামালউদ্দিন টগর, নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলার একটি ডোবা থেকে সাধন আলী (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আত্রাই পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের পাশের একটি ডোবায় তার লাশ পাওয়া যায়।
সাধন আলী ভোঁপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মৃত কছিমদ্দিনের ছেলে। তিনি এলাকার বিভিন্ন জলাভূমি থেকে শাপলা তুলে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। শাপলা তুলতে গিয়ে তিনি মারা গেছেন বলে পুলিশ ধারণা করছে।
পরিবারের লোকজন জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেলে সাধন শাপলা তুলতে যান। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে। মঙ্গলবার সকালে ওই ডোবাতে স্থানীয়রা সাধনের মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে সংবাদ দেয়।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাধন শাপলা তুলতে গিয়ে মারা যান। এ ব্যাপারে আত্রাই থানায় একটি অপমৃত্যু মামলা রের্কড করা হয়েছে। মৃতদেহ মঙ্গলবার দুপরে নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।