বাগেরহাট প্রতিনিধি: দ্রুত রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দাবি করে বাগেরহাটে মানববন্ধন ও সমাবেশ করেছে তাঁতী লীগ।
বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করে সংগঠনটি। আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ কয়েকটি সামাজিক সংগঠন এ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে অংশ নেয়।
এতে সভাপতিত্ব করেন জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার এ বাকী। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নকীব নজিবুল হক নজু, বাগেরহাট পৌরসভার কাউন্সিলর তানিয়া খাতুন, মো. নাসির উদ্দিন, দোলন মোল্লা, শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুসহ অন্যরা।
বক্তারা উল্লেখ করেন, বিদেশি ষড়যন্ত্রে একটি মহল বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি বাধাগ্রস্ত করতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে অপপ্রচার করছে। বিভিন্ন দেশের কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ উল্লেখ করে তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পরিবেশের কথা বলে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। এটি নির্মিত হলে বরং বেকারত্ব হ্রাস হবে, অর্থনীতি শক্তিশালী হবে।