হাকিম বাবুল, শেরপুর: পাওনা টাকা নিয়ে তর্কবিতর্কের জের ধরে শেরপুরের নকলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন।
বুধবার সকাল নয়টার দিকে নকলার চরঅস্টাধর ইউনিয়নের চরভাবনা গ্রামে খুন হন খোরশেদুল আলম (৪৫)। তিনি ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। খোরশেদুল চরভাবনা গ্রামের আব্দুস সোবাহন মিয়ার ছেলে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার জানান, ১৮০ টাকার মতো পাওনা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ময়না মিয়া নামে এক ব্যক্তির ছুরিকাঘাতে খোরশেদুল আলম ঘটনাস্থলেই মারা যান। ময়না মিয়ার কাছে খোরশেদুল আলমের মেয়ের দোকানে ১৮০ টাকা বাকি ছিল।
ঘটনার পর পরই ময়না মিয়া পালিয়ে যায়।