অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): রুখে দাঁড়ান সহিংসতা, উগ্রতার বিরুদ্ধে এই স্লোগান নিয়ে চলতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চাপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল ডিগ্রি কলেজ, নাচোল মহিলা কলেজ, নাচোল বেগম মহসিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা, নিজামপুর আলিম মাদ্রাসা, নিজামপুর উচ্চ বিদ্যালয়, সোনাইচন্ডি কারিগরি কলেজ, সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়, ভূজইল দাখিল মাদ্রাসা, নিজামপুর কলেজ ও নিজামপুর উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়।
অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা (আসুস) এর আয়োজনে এবং রুপান্তরের সহযোগিতায় ও পিস কনসোর্টিয়াম প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানসমূহে সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা ও র্যালিতে অংশগ্রহণ করেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এসএমসি সদস্য ,শিক্ষার্থীবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।