হাকিম বাবুল, শেরপুর: ষষ্ঠীতে দেবীর বোধনের মধ্যদিয়ে শুক্রবার শেরপুরে বাঙালী হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের গোপালবাড়ি মন্দির থেকে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে গোপালবাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়।

পরে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দেড় হাজার দুস্থ মানুষকে বিনামূল্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। শোভাযাত্রায় শহরের বিভিন্ন পূজামন্ডপের পক্ষ থেকে রঙবেরঙের ব্যানার, বিভিন্ন প্রতিমার প্রতিকৃতি এবং প্রতীকী দুর্গামন্ডপের সাাজে শিশু ও পূর্ণার্থীরা অংশ নেয়। জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, সহকারি পুলিশ সুপার মে. সালাউদ্দিন শিকদার, সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন। জেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, জেলার ৫ উপজেলায় এবার ১৫১টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।