কাউখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সার-বীজ বিতরণ

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১৩৫জন চাষির মাঝে খেসারী, ভুট্টা, মুগডাল বীজ এবং সার বিতরণের উদ্যোগ নেয়া হয়।

new-image
কাউখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সরকারিভাবে সার-বীজ বিতরণ করা হয়।

রবিবার বিকেলে উপজেলা কৃষি অফিস থেকে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আহসান কবীর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব লাল সরকার প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে ২০১৬-১৭ অর্থ বছরে খরিপ-২/২০১৬-১৭ রবি/২০১৬-১৭ ও পরবর্তী খরিপ-১ মওসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.