রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১৩৫জন চাষির মাঝে খেসারী, ভুট্টা, মুগডাল বীজ এবং সার বিতরণের উদ্যোগ নেয়া হয়।
রবিবার বিকেলে উপজেলা কৃষি অফিস থেকে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আহসান কবীর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব লাল সরকার প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে ২০১৬-১৭ অর্থ বছরে খরিপ-২/২০১৬-১৭ রবি/২০১৬-১৭ ও পরবর্তী খরিপ-১ মওসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হচ্ছে।