আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে যারা জাতির জন্য কাজ করেন তারাই দেশকে ভালোবাসেন, তাদের মাঝেই দেশাত্ববোধ বিরাজ করে। আমাদের সবাইকে দেশ ও জাতির কল্যাণে নিজের মূল্যবোধকে জাগ্রত করতে হবে।
রোববার মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৬ সনের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি এসব কথা বলেন।
প্রাক্তন খাদ্যমন্ত্রী ড. রাজ্জাক আরো বলেন, বর্তমান সরকারের নিরলস তৎপরতার ফলেই দেশে শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হয়েছে। বাংলাদেশ আজ নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, শোলাকুড়ী ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. ইয়াকুব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম, মধুপুর কলেজের অধ্যক্ষ মো. মোন্তাজ আলী, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান, ধলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, অধ্যাপক আব্দুল আজিজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ নাছিরসহ অন্যরা।
অনুষ্ঠান সঞ্চালন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ।