রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): ইলিশ উৎপাদন বাড়াতে সরকারি কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের কাউখালীর কচাঁ, সন্ধ্যা, গাবখান, কালীগঙ্গা ও চিরাপাড়া নদীতে আগামীকাল বুধবার (১২ অক্টোবর) থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব প্রজাতির মাছ ধরা বন্ধ থাকবে।
এ সময় মাছ শিকার, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ অথবা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করলে জেল অথবা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।
এসময় জেলে পরিবারগুলোকে সহায়তা করবে সরকার। কাউখালীর প্রায় দেড় হাজার জেলের প্রত্যেককে ২০ কেজি করে চাল দেবে সরকার।
মৎস্য অফিস থেকে জানা গেছে, আশ্বিন মাসের বড় পূর্ণিমার আগের চারদিন, পূর্ণিমার দিন ও পরের ১৭ দিনসহ মোট ২২ দিন ইলিশের প্রজনন সময়। এসময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মা-ইলিশ এসে নদীতে ডিম ছাড়ে।
মা-ইলিশ রক্ষা অভিযান সফল করতে কাউখালীতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে জেলেদের সঙ্গে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন, মৎস্য দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ইলিশের প্রজনন মৌসুম সফল করতে কাজ করছেন। এর মধ্যে রয়েছে লিফলেট, পোস্টার ও মাইকিংয়ের মাধ্যমে জেলেসহ সবার মধ্যে সচেতনতা সৃষ্টি প্রভৃতি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২২ দিন জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে কাউখালী উপজেলার প্রায় ১ হাজার ৪০০ জেলেকে ২০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করবে সরকার।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ সাহা বলেন, ইলিশের প্রজনন এলাকায় ইলিশসহ সব মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে মাছ শিকার, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ অথবা বিক্রি নিষিদ্ধ। এ আইন আমান্য করলে ১ থেকে ২ বছরের জেল অথবা জরিমানা এবং উভয় দন্ডের বিধান রয়েছে।