আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে অভিযান চালিয়ে ১ হাজার ৭০৫টি ইয়াবাসহ ট্যাবলেটসহ মো. হিটলার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। হিটলার মুশুদ্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
ধনবাড়ী থানার এসআই মো. শাজাহান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদুর রহমান মনির এবং ধনবাড়ী ওসি মজিবর রহমান মুশুদ্দি পূর্বপাড়া গ্রামে হিটলারের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, হিটলার দীর্ঘদিন ধরে মো. সুমন মিয়াসহ অজ্ঞাত আরো কয়েকজনের সহযোগিতায় কক্সবাজার থেকে ইয়াবা এনে বেচা-কেনা করে আসছে। এলাকাবাসী জানান, হিটলার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। হিটলারকে গ্রেফতার করায় এলাকাবাসী ধনবাড়ী থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে।
এ ব্যাপারে ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।