হাকিম বাবুল, শেরপুর: খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজির ৪০ বস্তা চাল উদ্ধার করেছে শেরপুর পুলিশ।
বুধবার প্রথম প্রহরে (রাত সাড়ে ১২ টার দিকে) সদর উপজেলার কুসুমহাটি বাজার থেকে ট্রলিভর্তি এসব চাল জব্দ করা হয়।
এ ঘটনায় মো. নাজিমুদ্দিন মিয়া (৩৮) ও হুরমুজ আলী (৫৫) নামে দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শেরপুর সদর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে ট্রলিভর্তি অবস্থায় প্রতিটি ৩০ কেজি করে করে ৪০ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।
থানার উপ-পরিদর্শক (এসআই) সুফিয়া খাতুন বলেন, আটক দুজন হলেন নাজিমুদ্দিন মিয়া ও হুরমুজ আলী। তারা চাল ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে।