রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে খালে পড়ে গিয়ে বৃষ্টি নামে পাঁচ বছরের একটি শিশু নিখোঁজ হয়ে গেছে। শুক্রবার সকালে বাশুরী গ্রামে গারতা খালে পড়ে জোয়ারের স্রোতে ভেসে যায় শিশুটি। অনেক খোঁজাখুঁজির পরও আজ শনিবার বিকেল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। বৃষ্টি ওই গ্রামের মাসুদ হাওলাদারের মেয়ে।
খবর পেয়ে বরিশাল থেকে ডুবুরিদল এসে শুক্রবার রাত ১০টা পর্যন্ত বাশুরী খালে তল্লাশি চালিয়েও শিশুটির কোনো সন্ধান পায়নি। রাতে উদ্ধার কাজ পরিত্যক্ত ঘোষণা করেন কাউখালী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ও বরিশাল থেকে আসা ডুবরি দলের সদস্যরা।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে শিশু বৃষ্টির মা সখিনা বেগম তাকে গোসল করাতে বাড়ির সামনে খালের ঘাটে নিয়ে যান। এ সময় বৃষ্টি ঘাট থেকে খালে পড়ে যায়। জোয়ারের স্রোতের টানে শিশুটি ভেসে যায়। মায়ের চিৎকারে পরিবারের স্বজনরা ছুটে এসে খালে নেমে শিশুটির সন্ধান চালায়। পরে কাউখালী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী ও বরিশাল থেকে আসা ডুবরিরা এসে সন্ধানের চেষ্টা চালায়।
কাউখালী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন জানান, শিশুটিকে দু’দিন ধরে খোঁজা হচ্ছে। ধারণা করা হচ্ছে খালের জোয়ারের তোড়ে শিশুটি ভেসে যেতে পারে। শুধু বৃষ্টির পরিবার নয়, পুরো গ্রামবাসী বৃষ্টির জন্য শোকে কাঁদছে।
শনিবার দুপুরে উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।