আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় স্বামীর সাথে ঝগড়ার জের ধরে বিষপানে স্ত্রী মারা গেছে। বিষপান করার পর মায়ের বুকের দুধ খেয়ে তাদের তিন বছরের ছেলেও মারা গেছে।
শুক্রবার ভোররাতে তালা উপজেলার মুড়াগাছা গ্রামের শহিদুল মোড়লের স্ত্রী ময়না বেগম (২৬) বিষপান করেন। মায়ের বুকের দুধ খেয়ে তার শিশুপুত্র হাসানুর রহমানও মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বৃহস্পতিবার দিনগত রাতে বালিয়াদহ গ্রামে ময়নার বাপের বাড়িতে রাতে শহিদুল ও ময়নার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ময়না বেগম স্বামীর উপর অভিমান করে বিষপান করেন। কিছুক্ষণ পর তার ছেলে হাসানুর রহমান তার মায়ের বুকের দুধ পান করে। এরপর একে একে মৃত্যুর কোলে ঢোলে পড়ে তারা।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা জানান, শুক্রবার ভোররাতে এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। কোনো পক্ষ থেকে মামলা না করার কারণে এবং স্বামীর বিরুদ্ধে অভিযোগ না দেয়ায় পুলিশ স্বামীকে আটক করেনি।