মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): নিখোঁজের দুই দিন পর জহিরুল ইসলাম (৩৫) নামের এক জেলের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে রায়পুর পুলিশ।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের হাজীমারা স্লুইচগেইটসংলগ্ন মেঘনা নদীর একটি শাখা খালে তার মৃতদেহ পাওয়া যায়।
জহির চর কাচিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির আলী হোসেন ভূঁইয়ার মেজো ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে জহিরকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন তার ভাই।

ক্ষিপ্ত এলাকাবাসী জহিরের হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে একই এলাকার দাদন মাঝির ছেলে জাকির হোসেন মুহুরী নামের একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
জহিরের বড় ভাই আলমগীর হোসেন জানান, বুধবার রাত ৮টায় হাজীমারা বাজার থেকে জহিরুল ইসলাম নিখোঁজ হয়। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুর থানায় জহিরের পরিবার একটি নিখোঁজ ডায়েরি করে।শুক্রবার বিকালে স্থানীয় লোকজন খালে মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জহিরের গলাকাটা, পেটকাটা ও চোখ উৎপাটনসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।
রায়পুরের হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইয়াহিয়া জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম ও রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন ঘটনাস্থলে রয়েছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য জাকির হোসেন নামের একজন আটক আছেন।