হাকিম বাবুল, শেরপুর: শেরপুর ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা গ্রামে বন্যহাতির আক্রমণে আরো এক নারী নিহত হয়েছেন। শনিবার ভোর চারটার দিকে মারা যান তিনি। নিহত মোমেনা বেগম (৬০) ওই গ্রামের মৃত ফজল হকের স্ত্রী। এনিয়ে গত পাঁচ দিনে কাংশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যহাতির আক্রমণে দুই নারীসহ পাঁচ জন মারা গেছেন।
বন বিভাগের তাওয়াকুচা বিট অফিসার মো. আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পর এলাকায় পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির তাণ্ডব শুরু হলে ওই বিধবা নারী নিজ বসতঘরে দরজা-জানালা বন্ধ করে লুকিয়ে ছিলেন। হাতির দলের একটি উন্মত্ত হাতি ঘরের ভেতর আক্রমণ করে তাকে শুঁড় পেঁচিয়ে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।