রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা মাহমুদিয়া দাখিল মাদ্রাসার দপ্তরি মো. জাহাঙ্গীর কাজীকে পিটিয়ে আহত করেছে স্থানীয় ইউপি সদস্য সোহেল খান ও তার লোকজন।
রোববার মাদ্রাসার মাঠে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলার ঘটনার বিচার চেয়ে আজ সোমবার জাহাঙ্গীরের স্ত্রী মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে সোহেল খানসহ আটজনকে আসামি করে কাউখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পূর্বশত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর জানান, রোববার সকালে তিনি মাদ্রাসার জন্য টিউবওয়েলে থেকে পানি আনতে যান। এ সময় ইউপি সদস্য সোহেল খান তাকে টেনেহিঁচড়ে মাদ্রাসা মাঠে নিয়ে যায়। এরপর তাকে এলোপাথাড়ি লাথি, ঘুষিসহ পিটিয়ে আহত করে মাঠে ফেলে রেখে সোহেল খান ও তার লোকজন চলে যায়।
পরে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে পূর্ব বেতকা গ্রামের বাসিন্দা ও তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল খানের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে লাইন কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করলেও তিনি আর ফোন ধরেননি।