খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা-গল্লামারী সড়কের আলি ক্লাবের সামনে শনিবার একটি মালবাহী ট্রাক ও একটি খালি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক শাওন খান (২৫) নিহত হয়েছেন।
ট্রাকের (খুলনা মেট্রো-ট-০০৯৬) চালক হাছিবুর রহমানকে (২৭) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। নিহত শাওন নগরীর মোহম্মদনগর এলাকার ইউসুফ খানের ছেলে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, শনিবার রাত ১০টার দিকে আলির ক্লাবের সামনে একটি ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে গুরুতর আহত হন ইজিবাইক চালক শাওন। তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় আশাপাশের লোকজন ট্রাকের চালক হাছিবুর রহমানকে ধরে ফেলে। পরে ঘাতক ট্রাক ও চালক হাছিবুরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।