হাকিম বাবুল, শেরপুর: ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা গ্রামে একটি বুনোহাতি মারা গেছে।
সোমবার ভোর চারটার দিকে হাতিটি মারা যায় বলে স্থানীয় বাসিন্দার জানিয়েছেন। তবে হাতিটি কীভাবে মারা গেছে তা এখনো স্পষ্ট নয়।
বন বিভাগের তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, মৃত হাতিটি একটি পূর্ণবয়স্ক মাদি হাতি। কীভাবে হাতিটি মারা পড়েছে তা তিনি জানাতে পারেননি। তিনি জানান, ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তবে স্থানীয় একটি সূত্রে জানা যায়, গত বেশ কিছুদিন যাবত কাংশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বুনোহাতির তাণ্ডব বেড়ে যায়। দেড়মাসে এখানকার নয়জন মানুষ হাতির আক্রমণে মারা যায়। বিক্ষুদ্ধ এলাকাবাসীর পাতা বিদ্যুতের ফাঁদে হাতিটি মারা যেতে পারে বলে কারো কারো ধারণা।
এর আগে গত ১ অক্টোবর রাতে পানবরের ধানক্ষেতে আরেকটি বন্যহতির মৃতদেহ উদ্ধার হয়।
প্রতিরাতেই হাতির দল লোকালয়ে ঢুকে ধানের ক্ষেত সাবাড় করাসহ ঘরবাড়িতে হানা দিয়ে নানা ক্ষয়ক্ষতি করছে। রোববার রাতেও বন্যহাতির দল লোকালয়ে হানা দিয়ে ক্ষেতের ফসল নষ্ট করেছে।